বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৪

৫শ'' ফুট পাইপ স্বল্পতায়  ইরিগেশন স্কীম  বন্ধের উপক্রম

কামরুজ্জামান টুটুল
৫শ'' ফুট পাইপ স্বল্পতায়  ইরিগেশন স্কীম  বন্ধের উপক্রম

মাত্র ৫শ' ফুট পাইপ স্বল্পতার কারনে তিন গ্রামের ইরিগেশন স্কীম বন্ধ হবার উপক্রম হয়েছে বলে স্কীম ম্যানেজার নিজে জানিয়েছেন। প্রয়োজণীয় পাইপটুকু সহায়তা পেতে ইতিমধ্যে স্কীম ম্যানেজার তাজুল ইসলাম  নিজে সরকারের সংশ্লিষ্ট দরফরে ইতিমধ্যে আবরদন দিয়েছেন। 

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বাকিলা ইউনিয়নের সন্না, ফুলছোঁয়া, খলাপাড়া গ্রামের প্রায় ৮৮ একর কৃষি জমি নিয়ে বহু বছর ধরে স্কীম চালু রয়েছে। চলিশ মৌসুমে ইরি বোর জমির বীজতলা তৈরি করা হয়েছে। ইতিমধ্যে ইরিবোর চাষের জন্য জমি তৈরির প্রাথমিকভাবে কাজ শুরু করেছেন কৃষকরা। জমি তৈরির জন্য প্রথমে পর্যাপ্ত পানি সরবরাহ অবশ্যক। নিরবিচ্ছিন্ন পানি সরবারাহ করতে প্রধান বাঁধা হচ্ছে পাইপ স্বল্পতা।  উক্ত ইরিবোর স্কীমে সম্প্রতি সময় ড্রেনের কাজ চলমান রয়েছে। 

উক্ত মাঠের কৃষক আবুল খায়ের, সফিক, হাসেম জানান, স্কীম ম্যানোজার তাজুল ইসলাম আমাদেরকে বলেছে উনি এবারে স্কীম চালু করবেন, বীজ কিনে বীজতলা তৈরি করতে বলেছেন তিনি।

স্কীম ম্যানেজার তাজুল ইসলাম জানান,  ইউএনও স্যার, বিএডিসি স্যার ও কৃষি স্যারের কাছে পাইপ ছেয়ে  আরো কয়েকদদিন আগে পাইপের জন্য আবেদন করেছি। সরকারিভাবে আমাদের স্কীমের জন্য ৫শ ফুট পাইপ দিলে তিন গ্রাম নিয়ে পরিচালিত স্কীমটি প্রান ফিরে পাবে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল মুঠোফোনে চাঁদপুর কন্ঠকে জানান, নতুন আসার কারনে বিষয়টি এখনো আমার নজরে আসেনি, এখন জানতে পেরেছি আমি খোঁজ নিয়ে দেখছি। 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়